Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
৯নং কায়েমপুর ইউনিয়ন পরিষদ
Details

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলাস্থ ৯নং কায়েমপুর ইউনিয়ন পরিষদটি কুমিলস্না-সিলেট মহাসড়কের কুটি চৌমূহনীর অনতিদুরে প্রাচীন কালের ঐতিহ্যবাহী কসবা বাজারের দক্ষিণে এসে বাংলাদেশ বডার গার্ড মইনপুর হতে আনুমানিক এক কিলোমিটার পশ্চিমে একটি মনোরম পরিবেশে জনবহুল এলাকায় অবস্থিত। শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ব্যবসা বানিজ্যে পরিপূর্ন এই ইউনিয়নটি। হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক সোহার্ধ পূর্ন মনোভাবের এক মিলন মেলার বহি প্রকাশ। ইউনিয়নটির উত্তরে কসবা পৌরসভা, দক্ষিণে বায়েক ইউনিয়ন, পশ্চিমে ব্রাহ্মনপাড়া উপজেলা, পূর্বে ভারত বাংলাদেশ সীমামত্ম। অত্র ইউনিয়নে স্থল পথে যাতায়ত অত্যমত্ম সুবিধাজনক।